বঙ্গবন্ধুর জন্মদিনে ঢাবিতে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ঢাবিতে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয় ৷ এতে শতাধিক শিশু অংশ নেয়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের কেজি পড়ুয়া শিশু নাফিজা আক্তার নির্ঝর জানায়, প্রতিযোগিতায় অংশ নিয়ে সে খুব খুশি। সে বলে, ‘আমি ঘুড়ি ও জাতীয় পতাকা এঁকেছি। আমার আম্মু আমাকে এটি শিখিয়েছেন। আমি পুরস্কার পাব।’

উদয়ন স্কুলে পড়া আরেক শিশু ফারিয়া জামান বলে,‘আমি বঙ্গবন্ধুর ছবি এঁকেছি। বাবার কাছে শুনেছি, তিনি (বঙ্গবন্ধু) বাংলাদেশের স্বাধীনতার স্থপতি। সেজন্য বঙ্গবন্ধুর ছবি আঁকা শিখেছি। আমি গত বছর বঙ্গবন্ধুর ছবি এঁকে তৃতীয় স্থান অধিকার করেছি। এবারও আশাকরি পুরস্কার পাবো।’

আগামী ২ এপ্রিল বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে ৷ ওই দিন সব গ্রুপে ৩০টি পুরস্কার ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব শিশুকে সার্টিফিকেট দেওয়া হবে।