ইবিতে কোটা সংস্কারপন্থীদের বিক্ষোভ

IMG_6748কোটা সংস্কারের দাবিতে চাকরি প্রত্যাশীদের বিক্ষোভ মিছিলে পুলিশের হামলা ও গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার সাধারণ ছাত্র-ছাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ এই বিক্ষোভ মিছিল করে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রথমে মানববন্ধন ও পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে কয়েকশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন কৌশিক রাহাত, শারমিন সুলতানা, সূচনা আক্তার, এস এম শাহেদুজ্জামান প্রমুখ।

এসময় বক্তারা গত ১৪ মার্চ কোটা সংস্কারের দাবিতে চাকরি প্রত্যাশীদের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিপেটা, কাঁদানো গ্যাস নিক্ষেপের কঠোর  প্রতিবাদ করেন এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। এছাড়া বিদ্যমান কোটা প্রথার সংস্কার করে তাদের উল্লেখিত ৫ দফা দাবি পূরণে জোর দাবি জানান।