খুবিতে দুদিনব্যাপী আর্ক কেইউ ডিগ্রি শো সমাপ্ত





Khulna University Photo 1খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের দুইদনব্যাপী আর্ক কেইউ ডিগ্রি শো-২০১৮ সোমবার শেষ হয়েছে। এ প্রদর্শনীতে ইনক্লুসিভ সেটেলমেন্ট, এনভায়রনমেন্টাল জাস্টিস এবং সিটিস ফর অলসহ ২৯টি ডিজাইন প্রদর্শন হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের বাইরে দিনাজপুর থেকে স্থাপত্যের শিক্ষার্থীরা এ প্রদর্শনী দেখতে আসেন। এছাড়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কেডিএ, সিটি কর্পোরেশন, হাইজিংসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন ও সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও শিল্পপতিরা এ প্রদর্শনী দেখেছেন। 


ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের আয়োজিত প্রদর্শনীতে প্রদর্শীত ডিজাইনগুলোতে যে ভাবনা ও পরিকল্পনা তুলে ধরা হয়েছে তা আগামীতে সুন্দর, নান্দনিক, আধুনিক ও উন্নত, পরিবশে সম্মত অবকাঠামো গড়তে নতুন দিকনির্দেশনা পাবে বলে মন্তব্য করেন অনেকেই। নবীন স্থপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য শিক্ষা যে অত্যন্ত অগ্রগামী ও মানসম্মত তারও প্রশংসা করেন দর্শকরা। নবীন এ স্থপতিরা  দেশ-বিদেশে সুনাম ও সাফল্য অর্জন করে বিশ্ববিদ্যালয়ের ভাবমুর্তি উজ্জ্বল করবে এমনটি প্রত্যাশা দর্শকদের।