কেন্দ্রের সঙ্গে আন্দোলন অব্যাহত রেখেছে বাকৃবির শিক্ষার্থীরা

BAU picture 1 (2)সরকারি চাকুরীতে বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নির্যাতন ও কোটা সংস্কারপন্থীদের রাজাকার বলার প্রতিবাদে প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ক্লাস পরীক্ষা বর্জন করে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১০ টার দিকে বকুলতলায় সাধারণ শিক্ষার্থীরা জমায়েত হতে শুরু করে। কয়েক মিনিটে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী হয়। পরে সেখানে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এটি সবগুলো অনুষদ ও প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চের সম্মুখে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করা হয়। এতে বিদ্যমান কোটা সংস্কারের পক্ষে অনেকে সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন। কোটা সংস্কার না করা হলে পরবর্তীকালে কঠোর আন্দোলনে যাওয়া হবে বলে জানান বিক্ষোভকারীরা।

এ সময় বিক্ষোভকারী বলেন, এখন সময়ের দাবি এটি। বিদ্যমান এই কোটা সংস্কার হওয়া অতীব জুরুরি। সংশ্লিষ্টরা বিষয়ে ইতিবাচক ভাবে বিষয়টি নেয়। অতিদ্রুত সংস্কারের বাস্তবায়ন জানাচ্ছি।

এ রির্পোট লেখা পর্যন্ত আন্দোলন চলমান রয়েছে।