জাককানইবিতে ‘এথনোমিউজিকোলজি ও লোকসঙ্গীত’ শীর্ষক সেমিনার

IMG_4908জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘এথনোমিউজিকোলজি ও লোকসঙ্গীত’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে। 

ফোকলোর বিভাগের আয়োজনে সেমিনারে একক বক্তা উপস্থিত ছিলেন, ভারতের সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ, কলিকাতা বিশ্ববদ্যালয়ের অধ্যাপক ড. শেখ মকবুল ইসলাম। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

ফোকলোর বিভাগের শিক্ষার্থী সুমাইয়া নাসরীন ঐশীর সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের প্রভাষক নিগার সুলতানা। এরপর প্রধান বক্তার সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন বিভাগের শিক্ষার্থী সেঁজুতি ধর। সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ বাকী বিল্লাহ।

প্রধান অতিথি তার বক্তব্যে ভারত থেকে আগত সেমিনারের প্রধান বক্তাসহ এই অনুষ্ঠানের মূল আয়োজক ফোকলোর বিভাগ সহ উপস্থিত সকল শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যার্থীদের প্রতি প্রীতি ও ভালোবাসা জ্ঞাপন করেন।

এছাড়াও সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মার্জিয়া আক্তার, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক জনাব আল জাবির ও নীলা সাহা, প্রভাষক মোঃ মাজহারুল হোসেন তোকদার সহ অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।