জাবিতে ওয়েব ডেভেলপমেন্ট বিষয়ক সেমিনার

received_1876458252414732জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওয়েব ডেভেলপমেন্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সিএসই বিভাগের মাল্টিপারপাস কক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কম্পিউটার ক্লাবের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে ফ্রন্ট অ্যান্ড এবং ব্যাক অ্যান্ড ডেভেলপিং, ফ্রেমওয়ার্ক, ল্যাংগুয়েজ কনসেপ্টস,  জব মার্কেট, থিম ফরেস্ট এবং ফ্রিল্যান্সিংয়ের ওপর আলোচনা করেন বক্তারা।

জাবির মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনার শোয়েব আহমেদ মেহরাব ওয়েব ডেভেলপমেন্টের মৌলিক ধারণা অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরেন। ডকারের কমিউনিটি লিডার এস এম সারওয়ার নবীন ওয়ার্ডপ্রেস এবং রিফাত সাদিক জ্যাঙ্গোর ওপর আলোচনা করেন।

বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের জন্য কম্পিউটার বিষয়ক একটি বিশেষ সেশনের আয়োজন করা হয়।

এছাড়া কুইজ প্রতিযোগিতায় বিজয়ী তিন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। সেমিনার শেষে অংশগ্রহণকারী ৮০ শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেন আয়োজকরা। এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কম্পিউটার ক্লাবের চতুর্থ আয়োজন।