শাবিতে চার দিনব্যাপী বিজ্ঞান উৎসব শুরু

OMI_2565_resized_20180424_041332972শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো চার দিনব্যাপী ‘বিজ্ঞান উৎসব-২০১৮’ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ক সংগঠন ‘বিজ্ঞানের জন্য ভালোবাসা’র উদ্যোগে এবং ‘বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন’ এর সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়েছে। এ বিজ্ঞান উৎসব চলবে আগামী ২৭ এপ্রিল শুক্রবার পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় কেক কেটে এবং বেলুন উড়ানোর মাধ্যমে বিজ্ঞান উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক এবং শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

বিশ্ববিদ্যালয়ের সংগঠন 'বিজ্ঞানের জন্য ভালোবাসা' ভিন্নধর্মী একটি বিজ্ঞান মেলার আয়োজন করেছে। যা প্রশংসনীয় উল্লেখ করে অধ্যাপক জাফর ইকবাল বলেন, এভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল কলেজের শিক্ষার্থীদের উপযোগী বিভিন্ন বিজ্ঞানধর্মী আয়োজন করলে দেশে বিজ্ঞানমুখী শিক্ষার প্রসার অনেকাংশেই বেড়ে যাবে।

এসময় অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, গৌতম দেব, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, বিজ্ঞানের জন্য ভালোবাসা’র সভাপতি ইব্রাহিম ফাহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজনে প্রথম ও দ্বিতীয় দিন ছিলো কমিক কার্টুন,সায়েন্স ফিকশন ধারার মুভি প্রদর্শনী। তৃতীয় দিন বৃহস্পতিবার স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বিজ্ঞান মেলা’ এবং শেষের দিন শুক্রবার থাকবে ‘ফান ডে উইথ  সায়েন্স’।