ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে ক্যারিয়ার ফেয়ার

FB_IMG_1524739728845ডিরেক্টরেট অব স্টুডেন্ট ওয়েলফেয়ারের আয়োজনে দেশের শীর্ষ স্থানীয় বিশটি কর্পোরেট কোম্পানির অংশগ্রহণে  ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে দিনব্যাপী অনুষ্ঠিত হলো ক্যারিয়ার ফেয়ার ২০১৮।

দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, উপ উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির, ডিএসডব্লিউ পরিচালক ইসফাক ইলাহি চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ এবং অংশগ্রহণকারী কোম্পানিগুলোর সংশ্লিস্ট কর্মকর্তাবৃন্দ।

ডিএসডব্লিউ পরিচালক ইসফাক ইলাহি চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, বিশ্বের শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মতো  ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক শিক্ষার্থীদেরকে স্নাতক ডিগ্রি অর্জনের পূর্বে মান সম্মত কর্মসংস্থান সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে চায়। এই উদ্দেশ্যকে সামনে রেখেই এই দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

মেলায় কর্পোরেট কোম্পানির কর্মকর্তাবৃন্দ বিশ্ববিদ্যালয়ের চতুর্থবর্ষের শিক্ষার্থীদের জীবন বৃত্তান্ত গ্রহণ করেন এবং শিক্ষার্থীদেরকে বিভিন্ন পরামর্শ ও উৎসাহ প্রদান করেন।