হাবিপ্রবিতে ক্যারি অন পদ্ধতি চালুর দাবিতে মানববন্ধন

FB_IMG_1530532441835সেমিস্টারে তিন সাবজেক্টের বেশি ফেল করলে বা অসুস্থতাজনিত কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে সেমিস্টার যেন ড্রপ না যায় তার দাবিতে  হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সকল অনুষদের সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দের ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচি চলাকালে জানানো হয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা দুর্ঘটনা বা অসুস্থতাজনিত কারলে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে বা তিনের অধিক বিষয়ে অকৃতকার্য হলেও তাকে পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করে দেওয়া হয়। পরবর্তীকালে অকৃতকার্য বিষয়সমূহ শর্ট সেমিস্টারে অংশগ্রহণ করে পূরণ করার সুযোগ দেওয়া হয়।

কিন্ত হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সুযোগ প্রদান করা হচ্ছে না। এছাড়াও শর্ট সেমিস্টার বা মান উন্নয়নের জন্য একজন শিক্ষার্থী নির্দিষ্ট ফি প্রদান করে ইমপ্রুভ দিতে পারবে এবং সে যত মার্ক অর্জন করবে তাকে তা দেওয়া হয়। অথচ এই সুযোগটিও এখানে প্রদান করা হচ্ছে না। তাই ক্যারি অন পদ্ধতি চালুর দাবিতে তারা আন্দোলন করছে শিক্ষার্থীরা।

মানববন্ধন কর্মসূচিতে ফাইনাল পরীক্ষা সমাপ্তির অনধিক এক মাসের মধ্যে ফল প্রকাশ করে সেশন জট নিরসনের কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানানো হয়। এর আগে শিক্ষার্থীরা দাবি পূরণের লক্ষ্যে রেজিস্ট্রার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করে।