ইউজিসি-কুবি বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষরিত

UGC CoUসরকারি কর্মব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (২০১৮-১৯) অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি সম্পন্ন হয়েছে।

রবিবার সকালে কমিশনের অডিটোরিয়ামে ইউজিসি সদস্য প্রফেসর ড. এম শাহ্ নওয়াজ আলীর সভাপতিত্বে এ চুক্তি সাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী, ইউজিসির চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান, ইউজিসি সদস্য প্রফেসর ড. এম শাহ্ নওয়াজ আলি, ফোকাল পয়েন্ট এবং কুবি অর্থ ও হিসাব দফতরের উপ-পরিচালক মোঃ নাছির উদ্দিনের উপস্থিতিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মোঃ আবু তাহের। এসময় আরও উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য, পরিচালক, যুগ্ম সচিব/অতিরিক্ত-পরিচালক ও উপ-সচিব/উপ-পরিচালকগণ প্রমুখ।