জাককানইবিতে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছে আভা ফাউন্ডেশন

Wahid JKKNIU Abha Foundation_12.08.18 PIC (1)বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আভা ফাউন্ডেশন বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করেছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘জয়বাংলা’  চত্বরে অস্থায়ী ফরম সংগ্রহ বুথ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, প্রক্টর উজ্জল কুমার প্রধান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর, পিএস টু ভিসি এস.এম. হাফিজুর রহমান, আভা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ সজীবসহ প্রমূখ।

উল্লেখ্য, ২০১৫ সালে তথ্য প্রযুক্তিগত অনগ্রসরতা দূরীকরণের জন্য ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাস্তবায়নে  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীরা আভা ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করেন। দীর্ঘদিন ধরে এ ফাউন্ডেশনটি শুধু গ্রামীণ মেধাবী শিক্ষার্থীদেরকে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। চলমান কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।