ইবিতে ৩৩ দলের আন্তঃবিভাগ ফুটবল

জমকালো আয়োজনে মাঠে গড়ালো ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট ২০১৮। রবিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল খেলার মাঠে এ আয়োজনের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান। 

02

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেলের সভাপতিত্বে এবং উপ-পরিচালক শেখ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির আহ্বায়ক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা,প্রক্টর অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান,ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম,ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আরফিন,ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম,ইবি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহাদাত তিমিরসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান বলেন,‘যুব সমাজকে জঙ্গিবাদ,সন্ত্রাস ও মাদকমুক্ত করতে হলে ক্রীড়াচর্চার কোনও বিকল্প নেই। আজ নিয়মিত ক্রীড়া ও সংস্কৃতিচর্চার আয়োজন করায় ইসলামী বিশ্ববিদ্যালয়কে জঙ্গিবাদ,সন্ত্রাস ও মাদকমুক্ত করা সম্ভব হয়েছে বলে আমি মনে করি।’

বিশেষ অতিথির বক্তৃতায় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা বলেন,একজন খেলোয়াড় দেশের রাষ্ট্রদূতের সমান কাজ করেন। যেমন আমরা একটি দেশের রাষ্ট্রপতির নাম না জানলেও সেই দেশের সেরা খেলোয়াড়কে চিনি এবং জানি। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনও বিকল্প নেই। সুশৃংঙ্খল পরিবেশে ক্রীড়া নৈপূণ্য দেখাতে খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান তিনি।’

শারীরিক শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়,এবারের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে মোট ৩৩ দল ও আন্তঃহল টুর্নামেন্টে মোট ৪টি হল অংশগ্রহণ করবে।

উদ্বোধনী খেলায় বর্তমান চ্যম্পিয়ন আইন বিভাগ ৪-১ গোলে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগকে পরাজিত করে।