ইন্দোনেশিয়ায় পবিপ্রবি শিক্ষকের দুর্যোগ মোকাবিলার কৌশল উপস্থাপন

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে দুর্যোগ মোকাবিলার কৌশল ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক কর্মশালায় উপস্থাপন করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ইমারজেন্সি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. সামসুজ্জোহা। তিনি বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার শিয়াকুয়ালা বিশ্ববিদ্যালয়ের সুনামি ও দুর্যোগ প্রশমন গবেষণা কেন্দ্র আয়োজিত ‘সাসটেইনেবল সুনামি ডিজাস্টার রিকভারি’ শীর্ষক ১১তম আচেহ আন্তর্জাতিক কর্মশালা ও প্রদর্শনীতে আমন্ত্রিত স্পিকার হিসেবে যোগ দেন।

received_282345572389395

এ সময় তিনি দুর্যোগ মোকাবিলা করে ঘুরে দাঁড়ানো ও অর্থনৈতিক নিরাপত্তা শক্তিশালীকরণের ক্ষেত্রে বাংলাদেশের উপকূলীয় জনগণের কর্মকৌশল তুলে ধরেন। ইন্দোনেশিয়ার বান্দা আচেহ প্রদেশ থেকে সহযোগী অধ্যাপক মো. সামসুজ্জোহা এ প্রতিবেদককে বলেন, বাংলাদেশের দুর্যোগ মোকাবিলার কৌশল এখন দুর্যোগপ্রবণ বিভিন্ন দেশে মডেল হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইন্দোনেশিয়া প্রায়ই সুনামিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হয়। তারাও চাচ্ছে বাংলাদেশের কাছ থেকে দুর্যোগ মোকাবিলার অভিজ্ঞতা অর্জন করতে। কর্মশালায় ফিলিপাইন, ইন্দোনেশিয়া, জাপান, সুইডেন ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের ১২ জন গবেষক অংশ নেন।