জবিতে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের বর্ণাঢ্য প্রস্তুতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়আগামী ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস। তবে সরকারি ছুটি থাকায় ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০১৮’ তথা ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান হবে ২২ অক্টোবর। দিনটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃক দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির কথা জানানো হয়।

সকাল ৯টায় এই আয়োজনের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। 

এরপর উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় থেকে রায় সাহেব মোড় পর্যন্ত র‍্যালি অনুষ্ঠিত হবে। এরপর সামাজিক বিজ্ঞান ভবন চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে অ্যাকাডেমিক ভবনের নিচ তলায় বার্ষিক চারুকলা প্রদর্শনী অনুষ্ঠিত হবে। 

এছাড়াও দিনব্যাপী ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় প্রকাশনা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। 

অনুষ্ঠানসমূহে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী, অভিভাবক, শুভানুধ্যায়ী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।