রুয়েটের ভর্তি পরীক্ষা শেষ, অনুপস্থিত সহস্রাধিক

রুয়েটরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ১২৪৩ জন ভর্তিচ্ছু অনুপস্থিত ছিলেন। রবিবার সকাল ৯টা থেকে দুইটি গ্রুপে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল ৯ টায় রুয়েটের বিভিন্ন ভবনে ‘ক’ (ইঞ্জিনিয়ারিং ও আরবান অ্যান্ড রিজিওন্যাল প্ল্যানিং বিভাগ) এবং ‘খ’ (আর্কিটেকচার বিভাগ) গ্রুপের ভর্তি পরীক্ষা শুরু হয়। এতে ১২৩৫টি আসনের বিপরীতে ৭৪৮৮জন প্রবেশপত্র তুললেও পরীক্ষায় অংশ নিয়েছে ৬০৪১জন।

রুয়েট উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম শেখসহ বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন। পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রোভার স্কাউট সদস্যরা নিয়োজিত ছিল।

রুয়েট উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম শেখ বলেন, সকলের সার্বিক সহযোগিতায় সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের তৎপরতার কারণে কোনও ধরনের জালিয়াতির ঘটনা ঘটেনি।

আগামী ৩১ অক্টোবর রুয়েট প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.ruet.ac.bd তে প্রকাশ করা হবে।