কিউএস র‌্যাংকিংয়ে স্থান পেয়েছে ইউআইইউ

uiuবিশ্ববিদ্যালয়ের মান যাচাইয়ের ব্রিটিশ প্রতিষ্ঠান কিউএস র‌্যাংকিং এশিয়ার তালিকায় বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বাংলাদেশের মোট ৬টি বিশ্ববিদ্যালয় এখানে ঠাঁই পেয়েছে। এশিয়ার মধ্যে ইউআইইউ এর অবস্থান ৩০১-৩৫০ এর মধ্যে।

এই তালিকায় বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১২৭তম অবস্থান নিয়ে শীর্ষে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৭৫তম স্থান নিয়ে দ্বিতীয় অবস্থানে বুয়েট।

বাংলাদেশ থেকে র‌্যাংকিং তালিকায় স্থান পাওয়া ছয়টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্রাক ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি।

উল্লেখ্য, কুয়াককুয়ারেলি সাইমন্ডস বা কিউএস বিশ্বের অন্যতম গ্রহণযোগ্য বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং প্রদানকারী প্রতিষ্ঠান।