নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। দুই দিনব্যাপী এ অনুষ্ঠান উপলক্ষে পুরো ক্যাম্পাস সেজেছে নতুন সাজে। নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন আয়োজন করে এই সাংস্কৃতিক অনুষ্ঠান। এ বছর প্রোগ্রামের থিম ঠিক করা হয়েছিল ‘প্রতিচ্ছবি।’ আয়োজনের মিডিয়া পার্টনার ছিল অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন।

IMG_6425
দুইদিনই ছিল দর্শকের উপচে পড়া ভিড়। নাচ, গান, অভিনয়ের অসাধারণ যুগলবন্দি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান  এম এ হাসেম। তিনি বলেন, ‘বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের পারস্পারিক মেলবন্ধন সৃষ্টিতে সহায়ক হবে।’

IMG_6595
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সবসময় বাংলাদেশর সংস্কৃতিকে ধারণ করে মন্তব্য করে এম এ হাশেম বলেন, ‘সংস্কৃতিমনা মানুষ দেশের কথা, দশের কথা ভাবেন। তারা সমাজের ক্ষতি করতে পারেন না।’ শিক্ষার্থীদের মাঝে সংস্কৃতির চর্চা আরও বেগবান করতে আহ্বান জানান তিনি।