না ফেরার দেশে নোবিপ্রবির ছাত্র মোহসীন

অকালেই সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের ছাত্র মোহাম্মদ মোহসীন ফরহাদ।

fa5503e08a8ee996d1de41b38106047b-5bebf2a947c86

আজ বৃহস্পতিবার (১৫ নভেম্বর) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) তিনি। এর আগে ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোহসীন। গতকাল বাংলা ট্রিবিউনে তার জন্য আর্থিক সাহায্য চেয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। 

একুয়াকালচার বিষয়ে মাস্টার্সে অধ্যয়নরত লক্ষীপুরের মোহসীনের যেখানে ক্যারিয়ার গঠনের প্রতিযোগিতায় শামিল হওয়ার কথা ছিল, সেখানে নিভে গেল তার জীবনপ্রদীপ। অশ্রুসিক্ত কন্ঠে মোহসীনের এক সহপাঠী বলেন, 'কেবলই আমরা সবাই তার পাশে দাঁড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু সে সুযোগটা সে আর দিলো না।'

এদিকে মোহসীনের মৃত্যুতে পুরো ক্যাম্পাস জুড়ে বইছে শোকের ছায়া। শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী কেউই মেনে নিতে পারছেন না তার এই অকালে চলে যাওয়াকে। তার এই অকাল মৃত্যুতে নোবিপ্রবি সাংবাদিক সমিতিসহ অন্যান্য সংগঠন গভীর শোক জানিয়েছে।