বাঁচতে চান নোবিপ্রবির শিক্ষার্থী জনি

বন্ধুরা যখন চাকরি করে উন্নত জীবনযাপন করছে, সেখানে তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে গুনছেন মৃত্যুর প্রহর। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ফুড টেকনোলোজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের ৭ম ব্যাচের ছাত্র মাহফুজ জনি।

47689215_718897201837475_5119565982783766528_n
গত ১ বছর যাবত তিনি দুরারোগ্য ক্যানসারে ভুগছেন। দীর্ঘদিন বাংলাদেশে ও ভারতে চিকিৎসা নিয়েছেন তিনি।  
জনি জানান, তার বর্তমান সমস্যার নাম ভায়েল অবস্ট্রাকশন। ক্ষুদ্রান্তে প্রচুর পানি জমছে। আর এরপর কোলনে আগের ক্যানসার থেকে কিছু টিউমার এসে পায়ুপথ বন্ধ করে দিচ্ছে।পায়ুপথের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় পানি,জুস ছাড়া কিছু খেতে পারছেন না।
জনিকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে তার পরিবার। তাকে বাঁচানোর জন্য এই মুহূর্তে বড় অংকের আর্থিক সাহায্যে প্রয়োজন।
সাহায্য পাঠানোর ঠিকানা
বিকাশঃ

০১৭৫৭৩৪৪৬২৬ (মেহেদী, নবম ব্যাচ) ০১৭৯৮৫০২৩৯৯ (রিমন, নবম ব্যাচ)

রকেটঃ ০১৭১২৮৬৬২৪৪৭ (নেশন, নবম ব্যাচ)