টাকার অভাবে ভর্তি অনিশ্চিত ইস্মিতার

ভর্তি পরীক্ষার মেধা তালিকায় উত্তীর্ণ হয়েও টাকার অভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ভর্তি হতে পারছেন না বাগেরহাটের হলদিবুনিয়া এলাকার মেধাবী শিক্ষার্থী ইস্মিতা মণ্ডল।

IMG_20181206_110438
এবারের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইস্মিতা মণ্ডল ‘এফ’ ইউনিটে মেধা তালিকায় ২১৬ তম হয়েছেন। ভর্তি হওয়ার শেষ তারিখ ১২ ডিসেম্বর। কিন্তু এখনো টাকা জোগাড় করতে পারেনি ইস্মিতার পরিবার। ইস্মিতা মণ্ডল (৬ ডিসেম্বর) সকালে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পারিবারিক অসচ্ছলতার মধ্যেই এতদিন পড়ালেখা চালিয়ে নিয়েছি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এখন দরকার প্রায় ১৮ হাজার টাকা, একসঙ্গে এতোগুলো টাকা আমার পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব না। এই অবস্থায় কেউ সহায়তা না করলে আমার আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া হবে না।’
প্রসঙ্গত, ইস্মিতা মণ্ডল ২০১৬ সালে হলদি বুনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ এবং মোংলা সরকারি কলেজ থেকে এই বছর জিপিএ ৪.৭৫ পেয়েছিলেন। তার বাবা পেশায় মাছ ব্যবসায়ী। ৩ ভাই বোনের মধ্যে ইস্মিতা বড়। এক ভাই অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছে ও অন্যজন শারীরিক প্রতিবন্ধী।
ইস্মিতা মণ্ডলকে সহায়তা করতে চাইলে যোগাযোগ করতে পারেন অথবা বিকাশ করতে পারেন নিচের নাম্বারে।
যোগাযোগ- ০১৭৫৯৬৩২২৪২
বিকাশ করতে- ০১৯৫০৭৬৯২৭৮ (পার্সোনাল)