প্রাইমএশিয়ার প্রকৌশল অনুষদ ও প্রাণরসায়ন বিভাগে নবীনবরণ

নবীনবরণ অনুষ্ঠানরাজধানীর বনানীতে অবস্থিত প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স সেন্টারে প্রকৌশল অনুষদভুক্ত বস্ত্র প্রকৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই),ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই),স্থাপত্যবিদ্যা বিভাগে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রাণরসায়ন বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ সকল অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য, অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী৷

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদভুক্ত বিভাগসমূহের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার এ কে এম আশরাফুল হক, রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা, বস্ত্র প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এম এ খালেক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এরশাদুল এইচ. চৌধুরী, স্থাপত্যবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান আকমল হাকিম এবং ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই)বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রাজীব বরণ রায়৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির প্রকৌশল অনুষদের ডিন, অধ্যাপক শেখ মোঃ হাসানুজ্জামান৷

অন্যান্যের মধ্যে বস্ত্র প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. এবিএম আব্দুল্লাহ, অধ্যাপক ড. এমএম মুস্তাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয়টির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম, প্রকৌশল অনুষদের সদস্যবৃন্দ এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন৷

এদিকে প্রাণরসায়ন বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার, এ কে এম আশরাফুল হক ও রেজিস্ট্রার, আবুল কাশেম মোল্লা এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির স্কুল অব সায়েন্স-এর ডিন, অধ্যাপক ড. এ জে এম ওমর ফারুক৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির প্রাণরসায়ন বিভাগের বিভাগীয় প্রধান, ড. মোহাম্মদ নাজির হোসাইন৷

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির প্রাণরসায়ন বিভাগের শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন৷ সবশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়৷