X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

ইবি প্রতিনিধি
০১ জুলাই ২০২৫, ২১:২৫আপডেট : ০১ জুলাই ২০২৫, ২১:৪৫

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি, বাজে ইঙ্গিত, কুরুচিপূর্ণ মেসেজ পাঠানো, বিভিন্ন সময়ে ভিডিও কল, কল না ধরলে পরীক্ষার ফল খারাপ করানোসহ নানা অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক হলেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ার বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুুল ইসলাম। তার বিরুদ্ধে গত ২২ জুন বিভাগের সভাপতির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বিভাগের ১৩ ছাত্রী। সেইসঙ্গে ঘটনার তদন্ত করে তার স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন তারা। 

অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৮ জুন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভাগের সব কার্যক্রম থেকে তাকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। এদিকে অভিযুক্ত শিক্ষককে বাঁচানোর চেষ্টায় কয়েকজন সহকর্মী তদবির চালিয়ে যাচ্ছেন। তারা অভিযোগকারীদের ডেকে সমঝোতার চেষ্টা করছেন বলেও জানিয়েছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই শিক্ষক বিভাগের বিভিন্ন বর্ষের ছাত্রীদের সঙ্গে কুরুচিপূর্ণ আচরণ করে আসছিল। তবে এতদিন কেউ মুখ খোলার সাহস করেননি। পরে ভুক্তভোগীরা ঐক্যবদ্ধ হয়ে গত ঈদুল আজহার ছুটি শেষে ক্যাম্পাস খোলার দ্বিতীয় দিন (২২ জুন) বিভাগের সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে বিভাগের সব কার্যক্রম থেকে অনির্দিষ্টকালের জন্য তাকে বিরত রেখেছেন বিভাগটির সভাপতি। তবে ওই শিক্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। যদিও এখনও শাস্তি দেওয়া হয়নি। এ ছাড়া তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেবেন তারা।

লিখিত অভিযোগে ভুক্তভোগীরা উল্লেখ করেছেন, বিভিন্ন সময়ে ছাত্রীদের ভিডিও কল দেওয়া, কল না ধরলে ফল খারাপ করানোর হুমকি, হোয়াটসঅ্যাপে কুরুচিপূর্ণ মেসেজ প্রদান, ইচ্ছাকৃত পরীক্ষার নম্বর কমিয়ে দেওয়া, রুমে ডেকে ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়ে আপত্তিকর জিজ্ঞাসা, ক্লাসে সবার সামনে আজেবাজে ইঙ্গিত, বিবাহিত ছাত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে আপত্তিকর মন্তব্য, তার অধীনে প্রজেক্ট করতে পছন্দের ছাত্রীদের বাধ্য করা ও ছাত্রীদের বডি শেমিংসহ নানাভাবে হেনস্তা করছেন শিক্ষক আজিজুুল ইসলাম।

নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী পাঁচ জন ছাত্রী জানিয়েছেন, ওই শিক্ষকের যৌন হয়রানির শিকার ছাত্রীদের অনেকে বিবাহিত হওয়ায় সামাজিক ও পারিবারিক আত্মসম্মানের কথা ভেবে এতদিন মুখ খোলেননি। যদিও এর মধ্যে দু-একজন তার যন্ত্রণা থেকে মুক্তি পেতে আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করেছিলেন। শেষে ভুক্তভোগীরা মিলে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগের সব কার্যক্রম থেকে বিরত রাখার নির্দেশ কোনও সমাধান নয়। তাকে স্থায়ী বহিষ্কারের দাবি জানান এই পাঁচ শিক্ষার্থী।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহযোগী অধ্যাপক আজিজুুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি আপাতত মানসিকভাবে বিপর্যস্ত আছি। এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাচ্ছি না।’

বিভাগের সভাপতি অধ্যাপক ড. একেএম নাজমুল হুদা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমরা নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছি। আপাতত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভাগের সব কার্যক্রম থেকে তাকে বিরত রাখা হয়েছে। সেইসঙ্গে ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, গত ৩১ মে ২৬৮তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামকে চাকরিচ্যুত করে প্রশাসন। তার বিরুদ্ধে সমকামিতা, যৌন হয়রানি, শিক্ষার্থীদের হেনস্তা, ছাত্রলীগের মিছিলে জোর করে পাঠানোসহ বিভিন্ন অভিযোগের প্রমাণ পায় তদন্ত কমিটি।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
যৌন হয়রানিসহ নানা অভিযোগে ইবি শিক্ষক চাকরিচ্যুত
মেসে যৌন নির্যাতন ও ভিডিও ধারণের অভিযোগে শাবির দুই শিক্ষার্থী গ্রেফতার
কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত
সর্বশেষ খবর
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
শাহজালাল বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে ট্রলির আঘাত
শাহজালাল বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে ট্রলির আঘাত
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু