কুবিতে নারীর প্রতি সহিংসতা রোধে বিভিন্ন কর্মসূচি পালিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইউএন উইমেন বাংলাদেশ এবং বাংলা কমিউনিকেশন্স লিমিটেডের যৌথ আয়োজনে নারীর প্রতি সহিংসতা রোধে আজ ৯ ডিসেম্বর (রবিবার)  সারা দিনব্যাপী ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড; #হেয়ার মি টু’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

received_349099515919219
সিয়াম চৌধুরী এবং নাবিলা নুহাসের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় এই কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের মূল সড়ক প্রদক্ষিণ করে। নারী সহিংসতা রোধে এবারের প্রতিপাদ্য বিষয় ‘নারীর কথা শুনবে বিশ্ব, কমলা রঙে নতুন দৃশ্য।’
কর্মসূচিতে ইউএন উইমেন বাংলাদেশের প্রতিনিধি সালমা আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ আবু তাহের; শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন.এম. রবিউল আওয়াল চৌধুরী; প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন; শাখা ছাত্রলীগ নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
দুটি পর্বের কর্মসূচিতে প্রথম পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং খেলাধুলা এবং দ্বিতীয় পর্বে ছিল নারী সচেতনতা মূলক নাট্যউৎসব।
প্রথম পর্বের আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা নারীকে পুরুষের সমকক্ষ বিবেচনা করা ও সহিংসতা রোধের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়াও সচেতনতা বৃদ্ধির ওপর নারী সহিংসতা অনেকটাই  কমবে বলে মত প্রকাশ করেন। সমাজে নারীদের মূল্যায়নের উপর জোর দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘একটি সমাজ কতটুকু উন্নত তা বোঝা যায় ঐ সমাজ তার নারীদের কতটুকু মূল্যায়ন করে তার উপর।’ আলোচনা শেষে ভলিবল খেলার আয়োজন করা হয় এবং খেলায় নারী পুরুষ একসাথে অংশগ্রহণ করেন।
দ্বিতীয় পর্বে নারী-নিপীড়ন প্রতিরোধে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা নিয়ে পরিবেশিত হয় থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থিয়েটার, জলসিঁড়ি থিয়েটার এবং আমরা মুক্তমঞ্চ এর পরিবেশনায় পৃথক চারটি মঞ্চনাটক।