ইয়ুথ ইমপাওয়ারমেন্ট ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক বছর পূর্ণ করেছে তরুণদের ক্যাম্পাসভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ইমপাওয়ারমেন্ট ফোরাম (ওয়াইইএফ)। সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনের সদস্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

20181209050042_IMG_8518

শুরুতে সংগঠনের গত এক বছরের নানা কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরা হয়। অনুষ্ঠানে ফোরামটির প্রতিষ্ঠাতা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের সিএসই বিভাগের প্রধান কাজী হাসান রবিনের সভাপতিত্বে বক্তব্য দেন রবি আজিয়াটা লিমিটেডের পিপল অ্যান্ড কমিউনিকেশনের ভাইস প্রেসিডেন্ট জাভেদ পারভেজ, দৈনিক প্রথম আলোর হেড অব ডিজিটাল বিজিনেস জাবেদ সুলতান পিয়াস,  নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহকারী অধ্যাপক আফিয়া আক্তার, মাসিক কম্পিউটার জগৎতের নির্বাহী সম্পাদক মোহাম্মদ আব্দুল হক অনু, সেন্টার ফর ওপেন নলেজের প্রতিষ্ঠাতা নুরুন্নবী চৌধুরী এবং  কিংফিসার আইটির প্রতিষ্ঠাতা শেখ নাজমুল হোসেন।

কাজী হাসান রবিন বলেন, ‘গত এক বছরে জাতিসংঘের সাস্টেইনএবল ডেভলপমেন্ট গোল-এর সহযোগী হিসেবে আমরা কাজ করে যাচ্ছি,  তরুণদের ক্ষমতায়ন সম্পর্কে ধারণা দিতে আমরা অনেকগুলো ভার্সিটিতে সেমিনার আয়োজন করেছি। আগামী ২০১৮-১৯ সেশনে আমরা আরও অনেক বেশি তরুণদের কাছে পৌঁছতে চাই এবং এর পাশাপাশি সাস্টেইনএবল ডেভলপমেন্ট গোল, বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ করতে চাই।’
অনুষ্ঠান শেষে ২০১৮-১৯ মেয়াদের কমিটির নাম ঘোষণা করা হয়। নতুন কমিটির নির্বাহী সভাপতি মারুফ আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে জুনায়েদ হোসেনের নাম ঘোষণা করা হয়।