জবি নীল দলের দুই অংশের পাল্টাপাল্টি সভা

অাসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাল্টাপাল্টি  সভা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন দুই অংশ।
JnU-Nil Dal-P-1
 
সোমবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কনফারেন্স রুমে নীল দলের উপাচার্যপন্থী শিক্ষকরা এবং বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি রেস্টুরেন্টে নীল দলের অপর অংশের সভা অনুষ্ঠিত হয়।
 
নীল দলের উপাচার্যপন্থী শিক্ষকদের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, 'একাদশ জাতীয় সংসদ নির্বাচন: ভাবনা ও করণীয়’ শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জবি উপাচার্য ড. মীজানুর রহমান। নীল দলের একাংশের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়ার সভাপতিত্বে উপস্থিত অারও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ড. মোস্তফা কামাল ও সাংগঠনিক সম্পাদক মো মহিউদ্দিন মাহিসহ আরও অনেকে।  
একই দিনে নীল দলের দুই অংশের পাল্টাপাল্টি সভার বিষয়ে জানতে চাইলে একাংশের সভাপতি অধ্যাপক ড. মো. অাইনুল হুদা বাংলা ট্রিবিউনকে বলেন, 'অামরা অাসন্ন সংসদ নির্বাচন ও সাংগঠনিক বিষয় নিয়ে অালোচনা করেছি।  উনি (ভিসি) অাগে থেকেই অামাদের বলেছেন নিজেদের মতো করে সব করতে।' 
উপাচার্যপন্থী শিক্ষকদের অংশের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া বলেন, 'এখানে অফিসিয়াল কিছু নেই,তারা কোথায় মিটিং করবে তা তো অামরা জানি না। তাদের ডেটটাতো অামরা জানতাম না  অামরা বরং অামাদের এক্সিকিউটিভ কমিটির মিটিং করে এ ডেট দিয়েছি।'