বিজয় দিবস উপলক্ষে কুবিতে আলোচনা সভা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে মহান বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু হল অডিটরিয়াম কক্ষে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

IMG_20181210_213734
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ জিয়া উদ্দিনের সভাপতিত্বে ও হানিফ ওয়াহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক  ড. এমরান কবির চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. আবু তাহের এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন. এম. রবিউল আওয়াল চৌধুরী। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি, ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ।
এসময় আমন্ত্রিত অথিতিদের হাতে বঙ্গবন্ধু হলের শিক্ষার্থীরা বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন। এছাড়াও বঙ্গবন্ধু হলের বিতর্ক পরিষদ, স্পোর্টস ক্লাব, রক্তদান সংগঠনসহ চারটি সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.এমরান কবির চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ড.এমরান কবির চৌধুরী বলেন, ‘নেতিবাচক চিন্তা বাদ দিতে হবে, আগামীর জন্য প্রস্তুত হয়ে নিজেদেরকে যোগ্য করে তুলতে হবে সময়ের সাথে।’
সব শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।