জাককানইবিতে বিজয় দিবস উদযাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

IMG_5814

রবিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন শেষে ‘চির উন্নত মম শির’ এ পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। এরপর বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। পরে বেলা ১২টায় ‘গাহি সাম্যের গান’ মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রফেসর ড. এম শামসুল আলম, (বীর প্রতিক), ট্রেজারার মোঃ জালাল উদ্দিন, প্রফেসর ড. সাহাবউদ্দিন, শফিকুল ইসলাম, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, নজরুল ইসলাম বাবু, রাকিবুল হাসান রাকিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাগণ।


সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে নাটক কোর্ট মার্শাল মঞ্চায়নের মধ্য দিয়ে শেষ হবে বিজয় দিবসের দিনব্যাপী নানা কর্মসূচির।