পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে পবিপ্রবির রেজিষ্ট্রার প্রফেসর ড.স্বদেশ চন্দ্র সামন্তের সঞ্চালনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.মো.হারুনর রশীদ এবং বিশেষ অতিথি হিসেবে প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

PicsArt_01-06-02.46.42
অনুষ্ঠানে  শুভেচ্ছা বক্তব্য রাখেন রেজিষ্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন উপাচার্য। পরে প্রজেক্টরে প্রদর্শনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরেন ভূমি ব্যবস্থাপনা অনুষদের ডিন ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর আ.ক.ম মোস্তফা জামান। প্রধান অতিথির বক্তব্যে পবিপ্রবি ভিসি শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অংশগ্রহণ করার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে  বিভিন্ন অনুষদের ডিনবৃন্দসহ নবীন শিক্ষার্থী ও ছাত্র প্রতিনিধিরা বক্তব্য রাখেন। পরে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের সভাপতি বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের কনভেনর প্রফেসর ড. গোলাম রব্বানী আকন্দের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।