সাবেক কেন্দ্রীয় নেতার ওপর জবি ছাত্রলীগের হামলা

নাহিদ পারভেজজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৭ম ব্যাচের শিক্ষার্থী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা নাহিদ পারভেজের ওপর অতর্কিত হামলা হয়েছে। জবি শাখা ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলামের কর্মীরা এই হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৪ জানুয়ারি) বিকাল ৩ টায় শাখারি বাজার মোড়ে এ হামলার ঘটনা ঘটেছে।

হামলার শিকার নাহিদ পারভেজ অভিযোগ করেন, ‘ক্যাম্পাস থেকে ফেরার পথে শাখা সভাপতি তরিকুলের একান্ত আস্থাভাজন কর্মী তরিকুল রিমন ওরফে ছোট তরিকুল ও লিখনের নেতৃত্বে ২০-২৫ জন ছাত্রলীগকর্মী আমার ওপর অতর্কিত হামলা করে। তারা আমার বুকে, পিঠে ও মাথায় আঘাত করে। আমি এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি শোভন ভাইকে জানিয়েছি।’

নাহিদ পারভেজ জবি শাখা ছাত্রলীগের সাবেক উপ-মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ছিলেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে লিখন বলেন, ‘ক্যাম্পাসের জুনিয়রদের সঙ্গে নাহিদের বাকবিতন্ডা ও ধাক্কাধাক্কি হয়। আমি ও ছোট তরিকুল গিয়ে তাকে বাঁচিয়েছি।’

জবি শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম বলেন, ‘আমি হামলার কথা জানি না। কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি শোভন ভাই আমাকে ফোন করেছিলেন এ বিষয়ে। আমাকে এই বিষয়টি দেখতে বলেছেন।’

ছোট তরিকুল ও লিখনের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে চাইলে জবি শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম বলেন, ‘আমি তাদের ফোন করেছিলাম। তারা নাহিদের ওপর হামলা করেনি বলে আমাকে জানিয়েছে। তারা নাহিদকে রক্ষা করেছে।’