সিকৃবিতে নতুন শিক্ষার্থীদের জন্য ‘মঞ্চ এবার তোমার’

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন ‘লুব্ধক থিয়েটার’ নতুন শিক্ষার্থীদের জন্য আয়োজন করেছে অভিনয়শিল্পী অন্বেষণ প্রতিযোগিতা ‘মঞ্চ এবার তোমার।’ প্রতিযোগীতার জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বরে থিয়েটারের বুথে নিবন্ধন করছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। একক অভিনয়, যৌথ অভিনয়, মূকাভিনয় ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Moncho ebar tumar SAU news
আগামী ৩১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের মঞ্চে প্রয়াত নাট্যকার সেলিম আল দীন রচিত ‘বাসন’ নাটকটি মঞ্চস্থ করবে লুব্ধক থিয়েটার। একই অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। থিয়েটারের সভাপতি মোহাম্মদ আরশাদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঞ্চ নাটকের মাধ্যমে আমরা সমাজের নানা অসংগতি তুলে ধরার চেষ্টা করি। বিশ্ববিদ্যালয়ে নবীনদের মঞ্চে কাজ করতে অনুপ্রেরণা দিচ্ছি আমরা। আর নবীনদের জন্যই আমাদের আয়োজন মঞ্চ এবার তোমার।’