রাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হিসাববিজ্ঞান বিভাগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগকে ৫ উইকেটে হারিয়ে টানা তৃতীয়বারের মত চ্যাম্পিয়ন হয়েছে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ।

RU Inter-department cricket photoবুধবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় টস জিতে ব্যাটিংয়ে নেমে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩৪ রান করেন। লক্ষ্য তাড়া করতে নেমে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ ১৯ ওভার ৫ বলে ৫ উইকেট হারিয়ে জয় লাভ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন দ্বীপ কুমার দেবদাস।খেলা শেষে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা। পুরস্কার প্রদান অনুষ্ঠানে আন্তঃবিভাগ ক্রীড়া সাব-কমিটির সভাপতি ও বিজনেস স্টাডিজ অনুষদের অধিকর্তা অধ্যাপক হুমায়ুন কবীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানসহ হল প্রাধ্যক্ষ, আন্তঃবিভাগ ক্রীড়া সাবকমিটির সদস্য, শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।