জবি ক্যাম্পাসে ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ দায়ের

ক্যাম্পাসে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় প্রক্টর বরাবর অভিযোগ দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী। জানা যায়, গত ১৭ জানুয়ারি রাত ৯টার দিকে ক্যাম্পাসের মূল ফটকের সামনে ছিনতাই ও মারধরের শিকার হয়  জবি নৃবিজ্ঞান বিভাগ ১০ম ব্যাচের শিক্ষার্থী আবু সায়েদ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

অভিযোগে তিনি বলেন, ১৭ জানুয়ারি আনুমানিক রাত ৯টার দিকে ক্যাম্পাসের ফটকে বাসার ‘টু-লেট’ লাগাতে গেলে ফিন্যান্স ১১তম ব্যাচের তৌশিক তুর্য্যসহ আরও দুই যুবক তার কাছে একরুমে তিনজন ভাড়া চায়। একরুমে তিনজনকে ভাড়া দিতে অস্বীকৃতি জানালে তুর্য্য ও তার সাথে থাকা দুজন আবু সায়েদকে মারতে মারতে নতুন ভবনের বেজমেন্টের দিকে নিয়ে যেতে থাকে এবং তার সঙ্গে থাকা মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। এতে আবু সায়েদের নাক ফেটে রক্তক্ষরণ শুরু হয়। পরবর্তীতে প্রহরীদের সহযোগিতায় আবু সায়েদ ঘটনাস্থল থেকে পালিয়ে নিজেকে রক্ষা করে।

এবিষয়ে জবি সহকারী প্রক্টর মোস্তফা কামাল বলেন, ‘একটি অভিযোগ এসেছে। আগামীকাল বিষয়টা নিয়ে উপাচার্য মহোদয়ের সঙ্গে আলোচনা করে আমরা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’