নোবিপ্রবিতে রেজাল্ট ক্রিয়েটর সফটওয়্যার নিয়ে কর্মশালা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দুইদিনব্যাপী রেজাল্ট ক্রিয়েটর সফটওয়্যার ট্রেনিং কর্মশালা দ্বিতীয় দিনের (২২ জানুয়ারি) মতো অ্যাকাডেমিক ভবন-২ এর ভিডিও কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

DSC_0065
২১ জানুয়ারি কর্মশালার প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইউছুফ মিঞা, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. সেলিম হোসেন,কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ হুমায়ূন কবীর ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. শফিকুল ইসলাম। কর্মশালায় নোবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষকগণ অংশ নেন। এতে টার্ম ফাইনাল পরীক্ষার ফলাফল প্রস্তুত,শিক্ষার্থীদের সকল তথ্য সফটওয়্যারের মাধ্যমে সংরক্ষণ ও যাচাই করার বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালায় রেজাল্ট ক্রিয়েটর সফটওয়্যারের নির্মাতা নোবিপ্রবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের সহকারী অধ্যাপক ইফতেখার মাহমুদ তাওহীদকে বিশেষ সম্মাননা স্মারক উপহার দেন উপাচার্য।