কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন ওয়েবসাইট উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ জানুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় কনফারেন্স কক্ষে নতুন ওয়েবসাইটটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ওয়েবসাইট হিসেবে নতুন এই www.jkkniu.edu.bd/new-website ওয়েবসাইটটি ব্যবহৃত হবে। এর পাশাপাশি পূর্ববর্তী ওয়েবসাইট www.jkkniu.edu.bd চালু থাকবে। ওয়েবসাইটটি সাজানো হয়েছে সময়োপযোগী বেশ কিছু নতুন ফিচারের মাধ্যমে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও, ছবি, ডকুমেন্টারি ও প্রকাশনা শেয়ারের ব্যবস্থাও রাখা হয়েছে।

Wahid JKKNIU New Website Start_23.01.19 Pic

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ড. রশিদুন্ নবী, অধ্যাপক ড. বিজয় ভূষণ দাস, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ূন কবীর, বিশ্ববিদ্যালয় ডিজিটালকরণ সমন্বয় কমিটির সভাপতি ড. মো. শেখ সুজন আলী, সদস্য হাবিবা সুলতানা ও সহকারী প্রোগ্রামার আইসিটি মহসিনা সুলতানাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।