রাবিতে জাতীয় বিতর্ক উৎসব শুরু ১৫ ফেব্রুয়ারি

‘শুদ্ধ চয়নে আলোকিত হোক যুক্তির মিছিল’ স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে ‘জাতীয় বিতর্ক উৎসব ২০১৯।’ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক সংগঠন বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি ডিবেটিং ফোরাম (বিএফডিএফ) এ বিতর্ক উৎসবের আয়োজন করেছে। ইতোমধ্যে বিতর্ক উৎসবের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রবীন্দ্র ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

RU debate
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনে প্রধান নির্বাহী সদস্য আবু ইউসুফ জানান, এবারের এ বিতর্ক উৎসব তিনটি পর্বে অনুষ্ঠিত হবে। উৎসবের প্রথম পর্ব শুরু হবে ১৫ ফেব্রæয়ারি। এতে আন্তঃস্কুল ক্যাটাগরিতে রাজশাহী শহরের বিভিন্ন স্কুলের ২৪টি দল অংশগ্রহণ করছে। উৎসবের দ্বিতীয় পর্ব শুরু হবে ১৬ ফেব্রæয়ারি। এতে রাজশাহীর অঞ্চলের বিভিন্ন জেলার কলেজ পর্যায়ের ১৬টি দল অংশগ্রহণ করছে। উৎসবের তৃতীয় পর্ব শুরু হবে ২২ ফেব্রুয়ারি, যেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি দল অংশগ্রহণ করছে। নয় দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে উত্তীর্ণদের নিয়ে ২৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং বিশেষ বক্তা হিসেবে থাকবেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। বিতর্ক প্রতিযোগিতাটি একযোগে রবীন্দ্র ভবন, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবন, মমতাজ উদ্দীন কলা ভবনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যাকাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ নির্বাহী সদস্য ফারহিন ওয়ালিদা রাশা, হাবিবুর রহমান,শাওন কাদির জিকোসহ আরও অনেকে।