‘বোমা’ পেয়ে সারারাত পুলিশি পাহারা, পরদিন বেগুন উদ্ধার!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে বোমা ডিসপোজাল ইউনিট। আজ শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে থেকে এটি উদ্ধার করা হয়।

51987071_1488353094628849_4753352392244723712_n
বিষয়টির সত্যতা স্বীকার করেছেন হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, বোমা সাদৃশ্য বস্তু হওয়ায় বোমা নিষ্ক্রিকারী সংস্থার পাঁচ সদস্যের একটি টিম বস্তুটি নিষ্ক্রিয় করতে অভিযান পরিচালনা করে। কিন্তু পরে দেখা এটি কোনও বোমা নয়। আতঙ্ক সৃষ্টি করার জন্য একটি বেগুনকে টেপ পেঁচিয়ে রাখা হয়েছে।’

51833961_405048080304571_2507154607482863616_n
এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে আইন অনুষদ ভবনের ডিন কার্যালয়ের পাশে কালো টেপ মোড়ানো বস্তুটি দেখতে পাওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে যায় ও সারারাত স্থানটিতে পাহারা দেয়। পরে শুক্রবার সকালে অভিযান পরিচালনা করা হয়।