ইবিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী বইমেলা

প্রধান ফটক থেকে প্রবেশের বামদিকে শহীদ মিনার সড়ক। পুরো সড়ক জুড়েই রঙিন আল্পনার কারুকাজ।  আরেকটু সামনে যেতেই আম্রকাননে সারি সারি স্টল। সবগুলোই বইয়ের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলার আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও তাদের সহযোগী বিভিন্ন বিভাগ ও সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ। 

received_1155245137984678

আজ মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী। 
প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ে এমন আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা। মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মুর্শিদা খাতুন বৃষ্টি বলেন, ‘বই মানুষকে আলোর পথ দেখায়। প্রশাসনকে ধন্যবাদ  এত সুন্দর একটি আয়োজন করার জন্য। এ ধরনের আয়োজন যেন ধারাবাহিকতা বজায় থাকে সেই প্রত্যাশা।’

IMG_20190219_130314

তিন দিনব্যাপী আয়োজনে আল্পনার কারুকার্য ফুটিয়ে তুলেছে বিশ্ববিদ্যালয়ের শিল্প সংশ্লিষ্ট সৃজনশীল স্বেচ্ছাসেবী সংগঠন ‘বুনন।’ সংগঠনটির সভাপতি অহিনা মোস্তফা দিপ্তী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন প্রগতিশীলতার চর্চাকে এগিয়ে নিয়ে যাবে। এর মাধ্যমে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য আরও বেশি ছড়িয়ে যাবে।’

IMG_20190218_183305

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী বলেন, ‘এবারের মেলায় আমরা আশাব্যঞ্জক সাড়া পেয়েছি। সামনের দিনগুলোতে এই ধারা অব্যাহত থাকবে। আমাদের দেশে বই মেলা ঢাকা ও শহরকেন্দ্রিক হয়ে গেছে। এটি যদি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, গ্রামে-গঞ্জে ছড়িয়ে দেওয়া যায়, তবেই সাংস্কৃতিক বিপ্লব সৃষ্টি হবে।’