যথাযথ মর্যাদায় যবিপ্রবিতে অমর একুশে পালন

যথাযথ ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধা  মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রতি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন করা হয়েছে। 

JUST February-1

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে যবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পক্ষ থেকে দুই দিনের কর্মসূচি হাতে নেয়া হয়। তারই অংশ হিসেবে কাজ ২১ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত বারোটা এক মিনিটে  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে  উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে  যবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, দপ্তর, হল,  প্রক্টর অফিস, প্রভোস্ট অফিস, যবিপ্রবি শাখা ছাত্রলীগ, যবিপ্রবি সাংবাদিক সমিতি,  যবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থা( জাস্টমুনা), সহায়ক ক্লাব, বিবর্তন যবিপ্রবি শাখা, যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি,চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণ সংস্থা (যবিপ্রবি), ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।  এদিকে  মহান দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার প্রত্যুষে কালো পতাকা উত্তোলন,  জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয়। এরপরে সকাল সাতটার সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের আশেপাশের কয়েকটি স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে সম্মিলিতভাবে প্রভাতফেরি বের করা হয়। এতে নেতৃত্ব দেন যবিপ্রবি উপাচার্য  অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।     

এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে গতকাল ২০ ফেব্রুয়ারি  বুধবার রাত নয়টার সময় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে ভাষা দিবসের অনুষ্ঠান শুরু করা হয়। এরপর একুশ নিয়ে শিক্ষার্থীরা কবিতা, গান ও নাটক পরিবেশন করেন। পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। আজ বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আকরামুল ইসলামের পরিচালনায় ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া, মোনাজাত ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে শহীদ দিবসের কর্মসূচি শেষ হয়।