বাকৃবিতে বিএসভিইআর’র ২৫তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দু’দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ (বিএসভিইআর)। আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

IMG_8757
এতে ৬৬ টি মৌখিক নিবন্ধ এবং ৭৭টি পোস্টার উপস্থাপন করবেন দেশ-বিদেশের স্বনামধন্য বিজ্ঞানী ও  গবেষকরা। সেই সঙ্গে প্রথমবারের মতো ভেটেরিনারিয়ানের ক্যারিয়ার বিষয়ক প্লেনারি লেকচার উপস্থাপিত হবে। (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদীয় সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন বিএসভিইআর এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবদুল আলীম।
সংবাদ সম্মেলনে জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আখতার হোসেনকে ‘অ্যানুয়াল লেকচার অ্যাওয়ার্ড’ এবং বিএসভিইআর এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. মানিক লাল দেওয়ানকে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হবে। জাপান, মালেশিয়া, চীন এবং ভারত থেকে আমন্ত্রিত বিজ্ঞানীরা বাহক-অনুজীব-পোষক সম্পর্ক, ওয়ান হেলথ শিক্ষা, ভাইরাস পরিবহন ও দমন এবং গরুর প্রজনন সম্পর্কীয় রোগের চিকিৎসা সম্পর্কে ৪টি নিবন্ধ উপস্থাপন করবেন। এতে দেশ ও বিদেশের ভেটেরিনারিয়ান শিক্ষক, ফিল্ড ভেটেরিনারিয়ান, প্রাণিসম্পদ বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করবেন। এবছর ৩ জন করে সেরা গবেষণা প্রবন্ধ উপস্থাপক ও পোস্টার উপস্থাপককে পুরস্কৃত করা হবে।
উল্লেখ্য, ভেটেরিনারি শিক্ষা ও গবেষণাকে উন্নত করার লক্ষ্যে ১৯৯৪ সাল থেকে বৈজ্ঞানিক সম্মেলন আয়োজন করে আসছে সংগঠনটি।