অ্যানিমেল হাজবেন্ড্রি দিবস উপলক্ষে বাকৃবিতে বিভিন্ন কর্মসূচি

আগামীকাল বৃহস্পতিবার (১৪ মার্চ) অ্যানিমেল হাজবেন্ড্রি  দিবস। প্রতি বছর ১৪ মার্চ দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ (বাকৃবি) দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে বাকৃবির পশুপালন অনুষদ।

BAU picture
এ উপলক্ষে ক্যাম্পাসে সকাল ১০টায় একটি আনন্দর‌্যালি বের করা হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে প্রতিপাদ্য বিষয়ের উপর সেমিনার অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রফেসর ড. মো. নূরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে  কৃষিবিদ আবদুল মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান ও বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনের (বাহা) সভাপতি প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করবেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।