বেরোবি শিক্ষকদের বিএনসিসি কার্যালয় পরিদর্শন

55519531_285410515712142_7598551377240915968_nবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত শিক্ষকগণ ফাউন্ডেশন কোর্সের অংশ হিসেবে সোমবার সকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কার্যালয় পরিদর্শন করেন। এসময় বিএসিসির পরিচালক (প্রশিক্ষণ) লে. কর্ণেল নওশাদ বিএনসিসির কার্যক্রম সম্পর্কে শিক্ষকদের অবহিত করেন।

বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার  জেনারেল বাতেন  বিএনসিসি'র দেশসেবা কার্যক্রমের প্রশংসা করে বেরোবিয়ানদের যোগদানের আহবান জানান। তিনি বেরোবি'র শিক্ষকদের জন্য আয়োজিত ফাউন্ডেশন কোর্সের ভূয়সী প্রশংসা করেন।

এসময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও, বেরোবির উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের পরিচালক লে. কর্ণেল(অব) মনোয়ারুল ইসলাম, পরিচালক (সমন্বয়) মেজর হামিদ, উপ- পরিচালক(প্রশিক্ষন ও নিয়োগ) মেজর মুন্সী মোঃ মোকাররামুল বাসিত, কোর্স. সিনিয়র মোসা. ইমরানা বারী উপস্থিত ছিলেন। পরে বিএনসিসির আর্কাইভ পরিদর্শন করেন তারা।