জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় সংগীত উৎসব শুরু

2019-03-20-A-Music-P-6জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)  সংগীত বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী  ‘তৃতীয় সংগীত উৎসব ২০১৯’ শুরু হয়েছে।

বুধবার (২০ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন চত্বরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান উৎসবের উদ্বোধন করেন।

উদ্বোধকের বক্তব্য তিনি বলেন, “একাডেমিক কার্যক্রমের দিক থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেক এগিয়ে গিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুরানো শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অনেক ঐতিহ্যের ধারক ও বাহক। আর ঐতিহ্যের ধারাকে গতিশীল রাখতে শিক্ষার্থীদের মনস্তাত্তিক দৃষ্টিভঙ্গি আরো উন্নত করতে হবে।”

তিনি আরও বলেন, “দেশ-বিদেশে অনেক জায়গায় সভ্য জাতিরা বিভিন্ন প্রদর্শনী ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে তাদের সভ্যতার পরিচয় বহন করে। সাংস্কৃতিক পরিমণ্ডলে গত কয়েক বছর ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পুনঃআবির্ভাব সফলতার সাথে শুরু হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সাথে নাট্যকলা ও চারুকলা বিভাগ জাতীয় বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামে অবদান রাখছে।” 

এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্বে চলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের পরিবেশনা। বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল সমবেত গান, নজরুল গীতি, দেশাত্ববোধক গান, রবীন্দ্রসংগীত ও আঞ্চলিক ভাষায় গান। 

বেলা ৩ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগীত পরিবেশন করেন বরেণ্য শিল্পী রথীন্দ্রনাথ রায়, অভিজিত কুণ্ডু  (ধ্রুবপদ), সরকারি সংগীত কলেজ, খায়রুল আনাম শাকিল, তপন চৌধুরী প্রমুখ। 

এছাড়াও সন্ধ্যা ৭টায় সংগীত বিভাগের বিশেষ নিবেদন রবীন্দ্র নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ প্রদর্শিত হয়।