স্বাধীনতা দিবস উপলক্ষে যবিপ্রবিতে রক্তদান কর্মসূচি

রক্তদান উৎসব উপলক্ষে দাতাদের রেজিষ্ট্রেশন বুথ‘রক্ত দিন, জীবন বাঁচান, উত্তম অনুভব করুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কর্মসূচির আয়োজন করতে যাচ্ছে। যবিপ্রবি এআইএস ক্লাব এবং যশোর রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টার যৌথভাবে এই কর্মসূচি ঘোষণা করেছে।

আগামী ২৭ মার্চ বুধবার বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এই রক্তদান কর্মসূচি পালিত হবে। এদিন সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে কেউ রক্তদান ক্যাম্পে এসে রক্ত দিতে পারবেন। রক্তদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিটের সেক্রেটারি ও যশোর প্রেস ক্লাবের সভাপতি মোঃ জাহিদ হাসান টুকুন উপস্থিত থাকবেন।

রক্তদান কর্মসূচি সম্পর্কে যবিপ্রবির অ্যাকাউন্টিং এ্যান্ড ইনফরমেশন বিভাগের সভাপতি ও এআইএস ক্লাবের  প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক মো. কামাল হোসেন বলেন, মহান মুক্তিযুদ্ধে যেসব বীর মুক্তিযোদ্ধারা দেশের  জন্য রক্ত দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের এ আয়োজন, শিক্ষার্থীদের মধ্যে আত্মত্যাগের মহৎ গুণকে জাগ্রত করে বিভিন্ন ধরনের সামাজিক সেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত করতে আমাদের এরকম প্রচেষ্টা অব্যহত থাকবে।

উল্লেখ্য, অ্যাকাউন্টিং এ্যান্ড ইনফরমেশন বিভাগের নিজস্ব ক্লাব (এআইএস ক্লাব যবিপ্রবি) প্রায় তিন বছর ধরে  বিভিন্ন ধরনের সেবা, শিক্ষা ও আত্মউন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ক্লাবের পক্ষ থেকে বিজনেস কুইজ প্রতিযোগিতা,  সফল উদ্যোক্তা তৈরি ও মেধাসত্ত্ব সম্পত্তি অধিকার বিষয়ক সেমিনার,  বিজনেস প্লান প্রতিযোগিতা,  শিক্ষক-শিক্ষার্থীরা মিলে নিজ বিভাগের শ্রেণিকক্ষ, ওয়াশরুম ও আঙিনা পরিষ্কারকরণ, আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা, সাইক্লিং করে যশোরের চৌগাছা উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন ও জেএসসিতে কৃতকার্য শিক্ষার্থীদেরকে কৃতি সংবর্ধনাসহ গুরুত্বপূর্ণ নানা ধরনের সামাজিক কর্মসূচি পালন করেছে।