সিকৃবিতে ‘চৈত্র অবসান’ আয়োজন

Borshobiday 3রঙ্গিলা বাড়ই রে বাড়ই, নানান রঙের খেলা খেলো, আমি তোমার প্রেমের পাগল, তোমায় বাসি ভালো এমন অনেক লোকগানের আড্ডা নিয়ে শনিবার সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বর্ষবিদায় আয়োজন ‘চৈত্র অবসান’ জমে উঠে।

চৈত্র সংক্রান্তি ও বর্ষবিদায় উদযাপন উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বরে সকাল ১০টায় গান ও আড্ডা আয়োজন ‘চৈত্র অবসান’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করেন লোকগানের দল ‘বালিকণা’। এ আয়োজনে গানের তালে তালে সুর মিলান উপস্থিত সকলে। পুরাতন বছরের সকল জরাজীর্ণতাকে বিদায় দেন তারা। সেই সঙ্গে আড্ডায় উঠে আসে ফেলে আসা বছরের নানা স্মৃতি। আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, গানের দল বালিকণা ছাড়াও অংশ নেন কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘ, বিনোদন সংঘ, লুব্ধক থিয়েটারের সদস্যবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিমনা শিক্ষার্থীরা। লুব্ধক থিয়েটারের আরশাদুল ইসলাম বলেন, চৈত্র সংক্রান্তি বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের অনবদ্য এক অংশ। বছরের এই শেষ দিনে লোকগানের আড্ডা বেশ জমে উঠেছে। এছাড়া গানের দল বালিকণার সদস্যরা গানের সাথে তাদের গল্প জুড়েন। চলচ্চিত্র সংসদের সহ সভাপতি উত্তম কুমার দাশ জানান, বাঙ্গালির আবহমান সংস্কৃতিকে ধরে রাখতেই আমাদের এই আয়োজন। লোকগানগুলো আমাদের অন্তরের সাথে মিশে আছে।