কুবিতে মঞ্চস্থ হলো ‘বেহুলা ভাসান’

received_2229083910517309

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হয়েছে মঞ্চনাটক ‘বেহুলা ভাসান’। নাটকটি মঞ্চস্থ করে বিশ্ববিদ্যালয়ের একমাত্র নাট্য সংগঠন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী ও বাংলা নববর্ষ উপলক্ষে সোমবার (১৫ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বরে নাটকটি মঞ্চায়ন করা হয়।

‘আখ্যানকাব্য’ মনসামঙ্গল থেকে বেহুলা-লক্ষিন্দরের লোককাব্যকে নাট্যরূপ দেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও সংগঠনের উপদেষ্টা নাহিদা বেগম। নাটকটির নির্দেশনায় ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মেহেদী হাসান।

নাটক পরিবেশনার সময় অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. মো. আবু তাহের, সাংস্কৃতিক প্রতিনিধি এনামুল হক, নববর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক সোহরাব উদ্দিন সৌরভ, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন.এম. রবিউল আউয়াল চৌধুরী, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. আতিকুর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক কাজী এম. আনিসুল ইসলাম, নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক ইসরাত জাহান লিপা, শাখা ছাত্রলীগ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।