বেলা সাড়ে ১১টায় বিভাগের প্রভাষক মেহেদী হাসান ও বনানী আফরিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবন থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি কেন্দ্রীয় গ্রন্থাগার, প্রশাসন ভবন ও ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ হয়ে একই জায়গায় এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
শিক্ষার্থীরা র্যালিতে নানা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে অংশগ্রহণ করে। র্যালি পরবর্তী সংক্ষিপ্ত আলোচনাসভায় বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন। এছাড়াও দিবসটি উপলক্ষে কুষ্টিয়া শহরে জেলা লিগ্যাল এইড সমিতি আয়োজিত মেলায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পক্ষ থেকে ‘আইন সহায়তা কেন্দ্র’ স্থাপন করা হয়। এসময় কেন্দ্র থেকে বিভাগের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি দরিদ্র মানুষকে আইনি পরামর্শ প্রদান করে বিভাগের শিক্ষার্থীরা। কেন্দ্রটি পরিদর্শন করে কুষ্টিয়া জেলা জজ অরুপ কুমার গোস্বামী, অতিরিক্ত জেলা জজ তৌহিদুল ইসলাম, বিভাগের সভাপতি অধ্যাপক জহুরুল ইসলাম প্রমুখ।
এর আগে সকাল নয়টায় র্যালিতে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গরীব ও নিঃস্ব মানুষ যেন কোনোভাবেই আইনের আশ্রয় লাভের অধিকার থেকে বঞ্চিত না হয় এ জন্যই সরকারের আইন সহায়তা কর্মসূচি। আইনগত সহায়তা প্রদান আইনের আওতায় সরকারী আইনগত সহায়তা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।