মঙ্গলবার খুলেছে হাবিপ্রবি

হাবিপ্রবিপবিত্র ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ১৯ দিন ছুটি শেষে মঙ্গলবার (১১ জুন) থেকে খুলছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।

মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন হাবিপ্রবি’র রেজিস্ট্রার অধ্যাপক ডা. ফজলুল হক।

তিনি জানান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটির জন্য ২৩ মে থেকে ১০ জুন পর্যন্ত হাবিপ্রবি’র প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও বিভিন্ন বিভাগের ক্লাস ও পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম চালু হবে।

এরই মধ্যে ছুটি শেষে আবাসিক হল ও ছাত্রবাসগুলোয় শিক্ষার্থীরা আসতে শুরু করেছে। শিক্ষার্থীদের উপস্থিতিতে আবারও প্রাণচাঞ্চল্য হয়ে উঠতে শুরু করেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।