সড়ক সংস্কারের দাবিতে কুবি শিক্ষার্থীদের মানববন্ধন

CU roadদীর্ঘদিন ধরে অচলাবস্থায় পড়ে থাকা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি থেকে-কুমিল্লা বিশ্ববিদ্যালয় অভিমুখী রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার (১৭ জুন) দুপুরে কোটবাড়ি মোড় সংলগ্ন ভাঙা-কর্দমাক্ত রাস্তার পাশে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রাও অংশ নেয়।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শালবন বিহার, ময়নামতি জাদুঘর, বৌদ্ধ মন্দির, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কুমিল্লা ক্যাডেট কলেজসহ  বেশকিছু গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থাপনা রয়েছে এই রাস্তায়। অথচ ৬ মাসেরও বেশি সময় ধরে সংস্কারের কথা বলে রাস্তাটি পড়ে আছে অবহেলায়। সংশ্লিষ্ট প্রশাসনকে বারবার জানিয়েও রাস্তার কাজের কোনও অগ্রগতি হয়নি। ভাঙা এই রাস্তায় দিনদিন ভোগান্তি বাড়ছেই। এ ব্যাপারে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রসহ দায়িত্বশীলদের কোনও ভ্রুক্ষেপই নেই।

আগামী এক মাসের মধ্যে এই রাস্তার সংস্কারকাজ শেষ  না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।