ডিসেম্বরে রাবিতে ডেটা সায়েন্স নিয়ে সম্মেলন

রাজশাহী বিশ্ববিদ্যালয়‘ডাটা সায়েন্স অ্যান্ড এসডিজি’স: চ্যালেঞ্জ, অপরচুনিটিস অ্যান্ড রিয়েলিটিস’ প্রতিপাদ্যে আগামী ১৮-১৯ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন। এতে দেশ-বিদেশের খ্যাতনামা পরিসংখ্যানবিদরা অংশ নেবেন। দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. ফজলে কবীর। বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ সপ্তমবারের মতো এ সম্মেলনের আয়োজন করছে।

বৃহস্পতিবার দুপুরে পরিসংখ্যান বিভাগের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের কর্মকর্তা ও বিভাগের শিক্ষক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার।

অধ্যাপক প্রভাষ কুমার জানান, সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ফিনল্যান্ডের অধ্যাপক তাপিও নুমমি। এ ছাড়া প্ল্যানারি স্পিকার হিসেবে বাংলাদেশ ও ভারতের পাঁচজন এবং আমন্ত্রিত বক্তা হিসেবে নয়টি দেশের ৪৩জন পরিসংখ্যানবিদ এসডিজি’র ১৭টি গোলের উন্নয়ন সূচকের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেবেন। পরবর্তীতে সূচক সংক্রান্ত এসব তথ্য-উপাত্তকে বাংলাদেশের উন্নয়নে কাজে লাগানো হবে।

সম্মেলনে অংশগ্রহণের জন্য আগামী ২ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে এবং ৩ অক্টোবর পর্যন্ত আগ্রহীরা এই ঠিকানায় https://easychair.org/conferences/?com=icdssdg-cor2019 তাদের পেপার জমা দিতে পারবেন। ১৯ ডিসেম্বর সমাপনী পর্বে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ।

সংবাদ সম্মেলনে বিভাগের সভাপতি অধ্যাপক আইয়ুব আলী, সম্মেলন আয়োজন কমিটির আহ্বায়ক এম ছায়েদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।