ইবিতে মানবাধিকার আইন বিষয়ক সেমিনার

FB_IMG_1562578183138ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘সমসাময়িক বিশ্বে মানবাধিকার আইনের চ্যালেঞ্জসমূহ’ নিয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সভাকক্ষে আইসিআরসি এর সঙ্গে যৌথ উদ্যেগে এর আয়োজন করা হয়।

আইন অনুষদের ডিন অধ্যাপক রেবা মন্ডলের সভাপতিত্বে ও বিভাগের শিক্ষক রেহেনা পারভীনের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন এবিএম আবু নোমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিআরসির বাংলাদেশের প্রতিনিধি আবদু লতিফ বাকের ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বর্তমান বিশ্বে মানবাধিকার আইনের সার্বিক অবস্থা নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরির লক্ষে সেমিনারটি আয়োজন করা হয়।